পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা ১০ জনেরও বেশি নারী ও পুরুষকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশসহ একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এই ঘটনায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন হরিয়ানার বাসিন্দা এবং ইউটিউব ট্র্যাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রা। তিনি পাকিস্তানসহ বিভিন্ন দেশে ভ্রমণ করে ভিডিও তৈরি করতেন এবং ইউটিউবে তার ফলোয়ার সংখ্যা প্রায় ৩.৭৭ লাখ। তিনি সম্প্রতি মার্চ মাসেও পাকিস্তান সফর করেন এবং তার পাকিস্তান সফরের খরচের উৎস নিয়েও প্রশ্ন তুলেছে পুলিশ।
হরিয়ানা পুলিশের দাবি, জ্যোতি মালহোত্রার পাকিস্তানের দূতাবাসে কর্মরত আহসান-উর-রহিম নামক এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ ছিল, যাকে কিছুদিন আগেই ভারত থেকে বহিষ্কার করা হয়। পুলিশের অভিযোগ, তার আয় ও ব্যয়ের মধ্যে অসামঞ্জস্য রয়েছে এবং তিনি একটি রমজান ইফতারেও পাকিস্তান দূতাবাসে অংশ নেন।
পাঞ্জাবের মালেরকোটলা থেকে গজালা ও ইয়ামিন মুহাম্মদ নামের আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা অনলাইনে অর্থের বিনিময়ে পাকিস্তানি গোয়েন্দাদের কাছে তথ্য পাচার করতেন বলে পুলিশ জানিয়েছে। এছাড়া কৈথল থেকে দেবেন্দ্র সিং ধিলোঁ নামে এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি সেনাবাহিনী সংক্রান্ত গোপন ছবি মোবাইল ফোনে তুলে পাকিস্তানে পাঠাতেন বলে দাবি করেছে পুলিশ।