পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে—এমনটাই নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক টুইট বার্তায়।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী, মে মাসে পাকিস্তান সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে বিশ্বকাপের প্রস্তুতিকে গুরুত্ব দিয়ে দুই বোর্ড সম্মত হয় পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের বিষয়ে। শেষ পর্যন্ত সেটিও সংক্ষিপ্ত হয়ে তিন ম্যাচে নেমে এসেছে।
সফরটি ঘিরে অনিশ্চয়তা দেখা দেয় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ভারত-পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির কারণে। পিএসএল স্থগিত হওয়ার পর সেটি পুনরায় শুরুর তারিখ বাংলাদেশ সফরের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ে। এতে সফরটি হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়।
অবশেষে দুবাইয়ে বিসিবি ও পিসিবির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সফল আলোচনার মাধ্যমে সফরের বিষয়টি চূড়ান্ত হয়। আলোচনায় উপস্থিত ছিলেন পিসিবির চেয়ারম্যান মোহসিন নাকভি, বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
দুই বোর্ডের সম্মতিতে নিশ্চিত হয় যে, বাংলাদেশ দল পাকিস্তান সফর করবে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৭ মে, ২৯ মে এবং ১ জুন।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। পাকিস্তান সফরের আনুষ্ঠানিক সূচি এবং অন্যান্য বিস্তারিত খুব শিগগিরই প্রকাশ করবে বিসিবি ও পিসিবি।