
মিরপুরের পরিচিত কন্ডিশনে ফিরে যেন আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টাইগাররা। পাকিস্তানে হোয়াইটওয়াশের হতাশা পেছনে ফেলে এবার ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের বড় জয় পেয়েছে লিটন দাসের দল।
টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান মাত্র ১১০ রানেই গুটিয়ে যায়। ইনিংসের ১৯.৩ ওভারে সব উইকেট হারায় সফরকারীরা। সর্বোচ্চ ৪৪ রান করেন ফখর জামান। বাংলাদেশি বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ছিলেন দুর্দান্ত, ৪ ওভারে মাত্র ৬ রানে ২ উইকেট নেন। তাসকিন আহমেদ ঝলক দেখান ৩ উইকেট নিয়ে। মেহেদি ও তানজিম সাকিব পান ১টি করে উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই তানজিদ তামিম ১ রানে আউট হন। এরপর অধিনায়ক লিটন দাসও ফিরে যান মাত্র ১ রানে। ৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।
তবে তৃতীয় উইকেটে পারভেজ ইমন ও তাওহিদ হৃদয় ৭৩ রানের দুর্দান্ত জুটি গড়ে চাপ সামাল দেন। হৃদয় ৩৭ বলে ৩৬ রান করে আউট হলেও ইমন খেলেন অসাধারণ ইনিংস। ৩৯ বলে ৫৬ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। তার সঙ্গে অপরাজিত ছিলেন জাকের আলি অনিক, করেন ১৫ রান।
পাকিস্তান ব্যাটিংয়ে শুরুতেই ধাক্কা আসে সায়িম আইয়ুব আউট হলে। এরপর মোহাম্মদ হারিস, সালমান আলি আগা, হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজ একে একে ফিরতে থাকেন। একমাত্র ফখর জামান কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন, কিন্তু রান আউটে কাটা পড়েন ৪৬ রানে।
শেষ দিকে খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদির ৩৩ রানের জুটি কিছুটা লড়াই ফেরালেও বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি পাকিস্তান।
মুস্তাফিজের পুরনো কাটার ও স্লোয়ারগুলো যেন মিরপুরে আবার ফিরে এসেছে। তার সঠিক লাইন-লেন্থ ও বৈচিত্র্যে বিপর্যস্ত হয় পাকিস্তান ব্যাটিং লাইনআপ।
সিরিজে ১-০তে এগিয়ে গেছে বাংলাদেশ। পরের ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে টাইগাররা।