ঢাকায় আয়োজন হল পাঁচ দিনের পাহাড়ি ফল মেলা

ঢাকায় আয়োজন হল পাঁচ দিনের পাহাড়ি ফল মেলা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পাহাড়ি ফল সুস্বাদু হওয়ার পাশাপাশি অর্গানিক খাদ্যের ভবিষ্যত প্রতিচ্ছবি। তিনি বলেন, এবারের পাহাড়ি ফল মেলা শুধু একটি প্রদর্শনী নয়, এটি পাহাড়ের মাটির ঘ্রাণ, নারীর শ্রম ও প্রাকৃতিক ঐশ্বর্যের অপূর্ব সম্মিলন।

রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা। তিনি আরও বলেন, রাজধানীর ব্যস্ত জীবনের মাঝে সুস্থতা আনার জন্য মেলাটি আয়োজন করা হয়েছে, যাতে ঢাকাবাসী সরাসরি পাহাড়ি ফলের স্বাদ নিতে পারেন।

তিনি বলেন, পাহাড়ি নারীরা অর্গানিক ফল চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং সরকার তাদের সহায়তা প্রদান করছে। কৃষি বিভাগের গবেষণায় পাহাড়ে বছরে দুইবার ফল উৎপাদনের সম্ভাবনা পাওয়ায় এটি বৈপ্লবিক অগ্রগতি বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

মেলায় প্রদর্শিত হয়েছে আড়াই কেজি ওজনের ‘ব্রুনাই কিং’ আম, চিয়াংমাই আম, রাম্বুটান, প্যাশন ফ্রুট, বিদেশি পেঁপে, পাহাড়ি আনারস, কাঁঠাল, আম ও কলাসহ বিভিন্ন অর্গানিক ফল।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক। সরকারের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন, টাস্কফোর্স চেয়ারম্যান সুদত্ত চাকমা, জেলা পরিষদের চেয়ারম্যানরা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

মেলায় মোট ৩০টি স্টল রয়েছে এবং এটি ৫ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *