পাগলা মসজিদ তুরস্কের আদলে ১০ তলা ইসলামিক কমপ্লেক্স নির্মাণ হবে

পাগলা মসজিদ তুরস্কের আদলে ১০ তলা ইসলামিক কমপ্লেক্স নির্মাণ হবে

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে আধুনিক তুরস্কের আদলে ১০ তলা বিশিষ্ট ইসলামিক কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে পাগলা মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, অন্তবর্তীকালীন সরকারের মেয়াদে নির্বাচনের আগেই তিনি নিজে এসে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। “এখানে বহুমুখী কাজ সম্পাদিত হবে, যা দেশের অন্যতম দৃষ্টিনন্দন স্থাপনা হবে,” বলেন তিনি।

পরিদর্শনকালে তিনি মাজার ও মসজিদে নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, “সিসি ক্যামেরা স্থাপন জরুরি। সামাজিক সচেতনতা তৈরি হলে এসব ধর্মীয় স্থাপনা সবাই মিলে পাহারা দিতে পারবে। কোনো হামলা হলে মামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”

পাগলা মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় ৯০ কোটি ৬৪ লাখ টাকার এফডিআরের লভ্যাংশ নিয়ে তিনি বলেন, “এই অর্থ মসজিদের কাজে খরচ করার নিয়ম নেই। ইসলামিক স্কলারদের পরামর্শ অনুযায়ী, তা গরিব, অসহায়, অনাথ এবং অসুস্থদের জন্য ব্যয় করতে হবে।” ইতোমধ্যে প্রায় ৮০ লাখ টাকা সুবিধাবঞ্চিতদের সহায়তায় দেওয়া হয়েছে। এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার খরচ ও পোশাক কেনার জন্যও এই তহবিল ব্যবহারের প্রস্তাব দেন তিনি।

এ সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইমরানুল ইসলাম, আল জামিয়াতুল ইমদাদিয়ার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে দুপুরে তিনি আল জামিয়াতুল এমদাদিয়া আয়োজিত ‘ইসলামী অর্থনীতির গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *