পাঁচ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রত্যাখ্যান

পাঁচ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রত্যাখ্যান

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ পাঁচটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলার শুনানিতে অংশ নেন সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী। আসামিপক্ষের শুনানিতে অংশ নেন ঢাকা থেকে আগত আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে একটি টিম।

জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মামলার অভিযোগে জাতীয় পতাকা অবমাননার কথাও উল্লেখ ছিল। পরবর্তীতে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়।

ওই মামলায় ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। ২৬ নভেম্বর তার জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সহিংসতার ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এ ছাড়া পুলিশের ওপর হামলা, আদালতের কার্যক্রমে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়। এসব মামলায় এখন পর্যন্ত ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ২১ জন সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *