
সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ ওরফে লিপু (৪৯) কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্যামপুর থানা।
রবিবার (২০ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলি হাটখোলা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানটি শ্যামপুর থানা পুলিশের নেতৃত্বে ওয়ারী থানার সহযোগিতায় পরিচালিত হয়।
শ্যামপুর থানা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত আবু আহম্মেদ লিপুর বিরুদ্ধে ওয়ারী ও শ্যামপুর থানায় হত্যাচেষ্টা ও সংঘর্ষের অভিযোগে একাধিক মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।