নিজেকে ব্যাংকের কাস্টমার কেয়ারের প্রতিনিধি পরিচয়ে ওটিপি (OTP) সংগ্রহ করে একটি প্রতারক চক্র ঢাকা শহরের এক ব্যবসায়ীর কাছ থেকে ৮ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। দীর্ঘ তদন্ত শেষে চক্রটির মূলহোতা রুহুল আমিন (৪২) কে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেফতারকৃত রুহুল আমিনের স্থায়ী ঠিকানা ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার খালাসীডাঙ্গি গ্রামে। তার পিতা শেখ তারা মিয়া এবং মাতা আমেরুন্নেসা।
মামলার বাদী জানান, গত ২৪ মার্চ ২০২৫ তারিখ বিকালে তিনি মগবাজার মোড়ে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি তাকে ফোন করে নিজেকে একটি বেসরকারি ব্যাংকের কাস্টমার কেয়ার কর্মী পরিচয় দেয় এবং জানায় যে, তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে, এজন্য ওটিপি প্রয়োজন। বাদী সরল বিশ্বাসে নিজের মোবাইলে আসা ওটিপি নম্বরটি জানিয়ে দেন। পরে তিনি দেখেন তার অ্যাকাউন্ট থেকে কৌশলে বিভিন্ন ব্যাংকে মোট ৮,৪০,০০০ টাকা স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় পরদিন রমনা মডেল থানায় একটি প্রতারণা মামলা (নং-১৪, তারিখ: ২৫/০৩/২০২৫) দায়ের করা হয়। মামলা নথিভুক্ত করা হয় দণ্ডবিধির ৪০৬, ৪১৯ ও ৪২০ ধারায় এবং এর তদন্তভার সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিটে হস্তান্তর করা হয়।
তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের মূলহোতা হিসেবে রুহুল আমিনকে চিহ্নিত করা হয় এবং ৪ জুন সকাল ৯টায় ফরিদপুর জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।
সিআইডির পক্ষ থেকে জানানো হয়, এই মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।