
অর্থনীতির বিশ্লেষণে সমালোচনা থাকলেও বাস্তবতা দেখতে হলে প্রয়োজন দৃষ্টি ও অন্তর্দৃষ্টি— এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদর দপ্তরে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে আয়কর, ভ্যাট ও কাস্টমস সংশ্লিষ্ট পরিবর্তন গণমাধ্যমের সামনে তুলে ধরতে এবং নতুন কর বছরের ই-রিটার্ন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এ আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এবং উপস্থিত ছিলেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা।
প্রধান অতিথির বক্তব্যে সালেহউদ্দিন আহমেদ বলেন, “আমাদের কিছু অর্থনীতিবিদ আছেন, যাদের মতে কিছুই হচ্ছে না। আমি তাদের অনেককে ব্যক্তিগতভাবে চিনি, তারা আমার ছাত্র ছিলেন। দেখতে হলে দৃষ্টির দরকার, আর বোঝার জন্য লাগে অন্তর্দৃষ্টি। কেউ যদি দেখতে না চায়, তার পক্ষে দেখা সম্ভব না।”
তিনি যোগ করেন, “যতই সমালোচনা হোক, স্বচ্ছতা দিনশেষে প্রকাশ পায়। আমি সবসময় বলি— সানশাইন ইজ দ্য বেস্ট এন্টিসেপটিক। যেমন চিকিৎসকেরা ড্রেসিংয়ের সময় সামান্য মুছে দেন, তেমনি সত্যও প্রকাশ পায় একটু আলো পেলেই।”
অনলাইনে আয়কর রিটার্ন প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমার বয়স ৬৫ বছরের বেশি, খুব টেক স্যাভি নই। শুধু মেসেজ নিতে আর ইমেইল করতে পারি। এর বেশি করলে আটকে যাই। এটা অনেকের ক্ষেত্রেই সত্যি। তাই এমন একটি ইউনিভার্সাল সিস্টেম দরকার যাতে সবাই সহজে ব্যবহার করতে পারে।”
ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা বলেন, বাজেট ঘোষণার পর সরকারের পক্ষ থেকে একাধিক বক্তব্য আসে, কিন্তু এনবিআরের তরফে পরিবর্তনগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা দেওয়া হয় না। এতে সাংবাদিক ও সাধারণ জনগণের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি হয়। তিনি বাজেট পরবর্তী সময়ের জন্য এনবিআরের পক্ষ থেকে একটি ব্যাখ্যামূলক সেমিনার আয়োজনের প্রস্তাব দেন।
সেমিনারে এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আনা নতুন পরিবর্তন নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। আয়কর, ভ্যাট ও কাস্টমস বিভাগের কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন।