
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়ের করা মামলায় সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) নাজমুল আহসান কলিমউল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত নাজমুল আহসান কলিমউল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অদালতে দুদক তার কারাগারে আটক রাখার আবেদন করেন। এ মামলা গত ১৮ জুন দায়ের করা হয়। মামলায় অন্য আসামি হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক এ কে এম নূর-উন-নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু এবং এম এম হাবিবুর রহমান রয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন করেন এবং সরকারি অনুমোদন ছাড়া ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি করেন। ঠিকাদারের নিরাপত্তা জামানত এফডিআর হিসেবে ব্যাংকে জমা রাখার পর সেই অর্থ লোন হিসেবে ঠিকাদারকে দেওয়ার অনুমতি দেওয়া হয়, যা থেকে বিশ্ববিদ্যালয় সরকারের প্রায় চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
আরও অভিযোগ রয়েছে, অগ্রিম বিল প্রদান এবং বিল সমন্বয়ের আগেই ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করা, সরকারি ক্রয় পদ্ধতির নিয়মাবলী লঙ্ঘন করে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ, দরপত্র মূল্যায়ন না করা এবং অস্বাভাবিক মূল্যে দরপত্র গ্রহণের মতো গুরুতর অনিয়মের।
এ মামলার তদন্ত কাজ এখনও চলমান রয়েছে এবং আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।