অবশেষে আন্দোলনকারীদের সঙ্গে রাজপথে ইশরাক হোসেন, সমর্থকদের মাঝে প্রাণচাঞ্চল্য

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে টানা সাতদিন ধরে রাজপথে থাকা ইশরাক হোসেনের সমর্থকদের সঙ্গে অবশেষে সরাসরি যুক্ত হয়েছেন বিএনপি নেতা নিজেই। এতে আন্দোলনকারীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

বুধবার (২১ মে) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে অবস্থানরত সমর্থকদের পাশে উপস্থিত হন ইশরাক। তাকে সামনে পেয়ে আন্দোলনকারীরা আনন্দে উদ্বেলিত হয়ে নানা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।

এর আগে একই দিন বিকেল সাড়ে ৪টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে ইশরাক জানান, আন্দোলনে অংশগ্রহণকারী জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে তিনি নিজেও রাজপথে থাকবেন যতদিন প্রয়োজন। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, “রাজপথ ছাড়ার কোনো প্রশ্নই আসে না, যতদিন দরকার অবস্থান চলবে।”

এদিকে, হাইকোর্টে এই বিষয়ে করা রিট আবেদনের শুনানির দিন পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেছেন আদালত। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। রিটের পক্ষে আদালতে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন এবং ইশরাকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটে জয়লাভ করলেও, নির্বাচনি ট্রাইব্যুনাল চলতি বছরের ২৭ মার্চ সেই ফলাফল বাতিল করে বিএনপি-সমর্থিত প্রার্থী ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করে তার মেয়র পদে দায়িত্বপ্রাপ্ত হওয়ার ঘোষণা দেয়। সেই থেকেই ইশরাকের পক্ষের সমর্থকরা নগর ভবনের সামনে নিয়মিত অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *