
নারায়ণগঞ্জ জেলার গোদনাইল বাড়ীপাড়া এলাকায় তেলের ডিপো সংলগ্ন স্থানে গতকাল মঙ্গলবার (৮ জুলাই) মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বেশ কয়েকটি জ্বালানি তেল বিক্রয় কেন্দ্রে গুরুতর অনিয়ম শনাক্ত হয়। কয়েকটি প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল মজুত ও বিক্রি করছিল। তারা তেল বিক্রির বৈধ কাগজপত্র, চালান বা রশিদ দেখাতে পারেনি। তেলের অনিরাপদ সংরক্ষণ পদ্ধতি জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলেও দেখা যায়।
এছাড়াও, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনার প্রমাণ মেলে। এসব অনিয়মের দায়ে মোট পাঁচটি মামলায় অর্থদণ্ড আরোপ করা হয় এবং বিপুল পরিমাণ অবৈধ তেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের মধ্যে রয়েছে:
- ডিজেল: ১০৮০ লিটার
- অকটেন: ১০৬ লিটার
- ফার্নেস অয়েল: ৬৫০ লিটার
এছাড়াও, জ্বালানি বিক্রির কাজে ব্যবহৃত একটি ভুয়া চালান রশিদ উদ্ধার করা হয়।
জব্দ করা তেল মেঘনা অয়েল পিএলসি এবং পদ্মা অয়েল পিএলসির জিম্মায় সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানে সংশ্লিষ্ট তেল বিক্রয় কেন্দ্রগুলোর কর্তৃপক্ষকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর বিধান মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে, ভবিষ্যতে আইন অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তাদের অবহিত করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।