
দেশজুড়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষ তীব্র অভিযান চালাচ্ছে। জ্বালানি সাশ্রয় ও অবৈধ ব্যবহার বন্ধে এই পদক্ষেপ নিয়েছে সরকার। ১৭ জুলাই ঢাকা ও নারায়ণগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালিত অভিযানে অসংখ্য অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কয়েক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
কামরাঙ্গীরচরে কারখানায় অবৈধ সংযোগ:
তিতাস গ্যাসের মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৫ এর আওতায় কামরাঙ্গীরচরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে অভিযানে ৫টি খানাডুলি কারখানার অবৈধ সংযোগ কাটা হয়। অভিযানে ৬৩০০ সিএফটি লোড বিচ্ছিন্ন হয় এবং বিপুল পরিমাণ পাইপ ও গ্যাস ব্যবহারের সরঞ্জাম জব্দ করা হয়।
রূপগঞ্জে ৬৭০টি সংযোগ বিচ্ছিন্ন:
রূপগঞ্জের হাটাবো এলাকায় ২ ইঞ্চি ব্যাসের বিতরণ লাইন উচ্ছেদ করে আনুমানিক ৬৭০টি অবৈধ চুলা সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে প্রায় ১ কিমি এলাকা জুড়ে লাইন কাটা হয় এবং ৪৫ ফুট পাইপ জব্দ করা হয়।
নারায়ণগঞ্জ ও ডেমরায় কারখানা ও বাসা লক্ষ্য:
সিমন সরকারের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ, চিটাগং রোড, ডেমরার বিভিন্ন স্থানে ফুচকা ও চুন কারখানা সহ আবাসিক সংযোগে অভিযান চালানো হয়। মোট ৪৩টি চুলার সংযোগ কেটে দেওয়া হয় এবং ২২০০ সিএফটি লোড বিচ্ছিন্ন হয়।
জালকুড়িতে জরিমানা আদায়:
জালকুড়ি, তালতলা ও আমতলায় ৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৬৫০টি চুলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং সরবরাহ লাইন সিল করা হয়।
জ্বালানি অপচয় রোধ ও বৈধ ব্যবহারে উৎসাহিত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ