
ভারতের AIMIM প্রধান ও হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি বৃহস্পতিবার বলেন, “যদি ভারতের সরকার সত্যিই দেশ থেকে ‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে চায়, তাহলে প্রথমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই ফেরত পাঠানো উচিত।”
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ‘আইডিয়া এক্সচেঞ্জ’ অনুষ্ঠানে অংশগ্রহণের সময় তিনি এ মন্তব্য করেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে প্রশ্ন করেন, কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনাকে ভারতে রাখা হচ্ছে, অথচ ভারতীয় মুসলিম ও দরিদ্র বাংলা ভাষাভাষী নাগরিকদের বৈষম্যমূলক প্রক্রিয়ার মাধ্যমে ‘নো-ম্যানস ল্যান্ডে’ পাঠানো হচ্ছে।
ওয়াইসি অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রক্রিয়ায় প্রকৃত নাগরিকদের, বিশেষ করে মুসলিমদের নাম বাদ পড়ছে। তিনি সতর্ক করে বলেন, এই প্রক্রিয়ায় নাগরিকত্ব আইন ১৯৫৫ অনুযায়ী বেশিরভাগ ক্ষতি সংখ্যালঘুদেরই হচ্ছে।
এছাড়া তিনি ভারতের নীরবতা ও সংখ্যালঘু অধিকার বিষয়ক রাজনীতির অভাবের সমালোচনা করেন। তিনি মধ্যপ্রাচ্যের গাজা যুদ্ধ প্রসঙ্গ তুলে মোদি সরকারের নীরবতার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “গাজায় যে গণহত্যা চলছে, সেখানে মোদি সরকার কোন বক্তব্য দিচ্ছে না এবং পরোক্ষভাবে ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থন করছে।”
ওয়াইসি আরও বলেন, আন্তর্জাতিকভাবে এই পরিস্থিতি বোঝাতে AIMIM প্রতিনিধি দল কাজ করছে, যাতে পাকিস্তান ও অন্যান্য দেশকে ভারতের নীতি বোঝানো যায়।