
অবৈধ গ্যাস সংযোগ ও অনুমোদনবহির্ভূত ব্যবহারের বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ গাজীপুরে দুটি মোবাইল কোর্ট পরিচালনা করেছে তিতাস গ্যাস ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অভিযানে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় এবং সাতটি মামলার নথিভুক্ত হয়েছে।
গাজীপুরে বুস্টার ব্যবহার ও অতিরিক্ত চুলার বিরুদ্ধে ব্যবস্থা
গাজীপুরের টঙ্গী থানার দত্তপাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩০টি আবাসিক সংযোগ পরীক্ষা করা হয়। দুটি বাসায় গ্যাস চাপ বাড়াতে বুস্টারের ব্যবহার পাওয়ায় ২৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে অনুমোদনহীন অতিরিক্ত চুলা ব্যবহারের কারণে একটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ অভিযানে ২টি মামলা রেকর্ড করা হয়েছে।
ঢাকায় খিলগাঁওয়ে অবৈধ সংযোগ উচ্ছেদ
খিলগাঁওয়ের নন্দীপাড়ায় সৈকত রায়হানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৮০,০০০ টাকা জরিমানা আদায় এবং ৫টি মামলা দায়ের করা হয়। অভিযানে ১০ ফুট দীর্ঘ ১ ইঞ্চি ব্যাসের এবং ৬০ ফুট দীর্ঘ ৩/৪ ইঞ্চি ব্যাসের অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়। প্রায় ২০০ মিটার পুনঃস্থাপিত অবৈধ বিতরণ লাইন বিচ্ছিন্ন করা হয়। প্রায় ১০৩টি স্থাপনার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ২১৬৩ ঘনফুট লোড অপসারণ করা হয়। সবমিলিয়ে ২৮৯৮ ঘনফুট গ্যাস লোড বিচ্ছিন্ন করা সম্ভব হয়েছে।
অনুমোদনবহির্ভূত অতিরিক্ত ৩৫টি চুলার জন্য তিনটি গ্রাহকের গ্যাস সংযোগ কেটে দেওয়া হয় এবং বকেয়া বিলের কারণে একটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস ও জ্বালানি বিভাগ জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ সংযোগ রোধ ও জ্বালানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।