রাজধানীর ভাটারা এলাকায় ২০২৩ সালের জুলাই মাসে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১৯ মে) সকাল ৯টার দিকে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে সকাল ১০টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তারের আদালতে তাকে নেয়া হয়, যেখানে তিনি চুপচাপ দাঁড়িয়ে ছিলেন কাঠগড়ায়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. বিল্লাল ভূঁইয়া শুনানিতে ফারিয়াকে কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষ জামিন চাইলেও, রাষ্ট্রপক্ষ তাতে আপত্তি জানায়। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে ২২ মে জামিন শুনানির দিন ধার্য করেন।
এর আগে, রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার পটভূমি:
মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ১৯ জুলাই ছাত্রদের আয়োজিত আন্দোলনে অংশ নিয়েছিলেন এনামুল হক। সেখানে গুলিতে তিনি আহত হন। এ ঘটনার প্রায় ৯ মাস পর, ২০২৫ সালের ৩ মে তিনি মামলা করেন।
এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনকে আসামি করা হয়েছে। অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম রয়েছে ২০৭ নম্বর আসামি হিসেবে। অভিযোগে বলা হয়েছে, তিনি অভিযুক্তদের আর্থিক সহায়তা দিয়েছেন।