
রাজধানীর পুরানা পল্টনে আলরাজী কমপ্লেক্সে জুলাই ঘোষণাপত্র নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, গণঅভ্যুত্থান মূলত দেশের সাধারণ জনগণের আন্দোলন, কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের সুবিধার জন্য এটি ব্যবহার করছে। তিনি বলেন, “১৩৩ জন শিশু নিহত হয়েছে, তারা কি কোনো দলের কর্মী ছিল? না, তারা সাধারণ কৃষক, শ্রমিক ও জনতা।”
নুর আরো বলেন, “অনেক নেতা ও এমপি, মন্ত্রীর আত্মীয়-স্বজন এই সংকটে বাঁচেননি। সাধারণ মানুষের রক্তের ওপর বসে আজকের অনেকেই ক্ষমতায় এসেছে।” তিনি সরকারের ক্ষমতা ব্যবহার করে গঠিত ‘কিংস পার্টি’র বিরুদ্ধে সরাসরি সমালোচনা করে বলেন, “এই পার্টি তরুণ প্রজন্মকে বিপথগামী করছে, রাজনীতিকে কলুষিত করছে।”
নুরুল হক নুর বলেন, আগামী দিনে ঘোষিত জুলাই সনদে সকল অংশগ্রহণকারীর ত্যাগের যথাযথ মূল্যায়ন ও ইতিহাস তুলে ধরার প্রয়োজন রয়েছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, “জাতির সামনে সঠিক তথ্য প্রকাশ করুন এবং আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সংস্কার করুন।”
নির্বাচন নিয়ে তিনি বলেন, “অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশাসন নিরপেক্ষতা নিশ্চিত করবে এবং সকলের জন্য সমান সুযোগ তৈরি করবে। অন্যথায় ভবিষ্যত নির্বাচনের ফলাফল স্বচ্ছ হবে না।”
সংবাদ সম্মেলনে নুর বলেন, “সরকারের প্রতি আমাদের হুঁশিয়ারি, নির্বাচনের বাকি সময়টায় আপনারা আমাদের প্রতিটি পদক্ষেপে সম্মুখীন হবেন। আমরা বঞ্চিত, প্রতারিত এবং আশা করি আগামীতে বাংলাদেশ নতুন পথে এগোবে।”