
দেশের সমুদ্রসীমা ও জলজ সম্পদের সুরক্ষা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতায় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (১৯ জুলাই) ভোলার লালমোহন উপজেলার বাজার মসজিদ সংলগ্ন সড়কের পাশে ৫টি অবৈধ জাল রাখার গুদামে অভিযান চালানো হয়।
অভিযানে প্রায় ২ লাখ ২৭ হাজার ৮০০ মিটার অবৈধ জাল জব্দ করে নৌবাহিনী, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। অভিযানের সময় লালমোহনের উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে প্রশাসনের উপস্থিতিতে জনসম্মুখে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের জলজ সম্পদ রক্ষা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।