নতুন সরকার চায় ঐক্য, সবাই চায় ক্ষমতা: নাহিদ ইসলাম

নতুন সরকার চায় ঐক্য, সবাই চায় ক্ষমতা: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত বর্তমান সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু সেই আহ্বানে সবাই সাড়া দেয়নি। কেউ কেউ শুধু ক্ষমতা চায়, কেউ আবার দ্রুত নির্বাচন দাবি করছে— কেউই অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্ব বুঝতে পারছে না।

রোববার (১৩তম দিনে) পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা বলেছিলাম, আসুন সবাই মিলে এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুনভাবে গড়ে তুলি। আমরা সংস্কার চাই, আওয়ামী লীগের বিচার চাই এবং একটি নতুন সংবিধান চাই। এই তিনটি লক্ষ্য নিয়ে আমরা আন্দোলন করছি।”

তিনি বলেন, “যদি কেউ মনে করে, ভয় দেখিয়ে বা প্রশাসনকে ব্যবহার করে চাঁদাবাজ-লুটেরা রাষ্ট্র গড়ে তুলবে— আমরা তা হতে দেব না। দেশব্যাপী বৈষম্য দূর করতে হলে সমাজ ও রাষ্ট্রের পুনর্গঠন জরুরি।”

পদযাত্রা পূর্বনির্ধারিত সময় সকাল ১১টায় শহরের সিও অফিস মোড় থেকে শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে কর্মসূচি বাতিল করা হয়।

সমাবেশে নাহিদ ইসলাম আরও বলেন, “এই সরকার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আর সেই পুরনো মাফিয়াতন্ত্রে ফিরতে চাই না। হটানো হয়েছে স্বৈরাচারী সরকারের দুর্নীতি, লুটপাট ও দমন-পীড়নের বিরুদ্ধে। আমরা এই সরকার গঠনের পরপরই সংস্কারের ডাক দিয়েছিলাম, কিন্তু অনেকে এখন সেই লক্ষ্য থেকে সরে গেছে।”

তিনি অভিযোগ করেন, “বিগত সরকার ১৬ বছর ধরে গুম, খুন, নির্যাতন ও ভোটাধিকার হরণের মাধ্যমে ক্ষমতায় ছিল। তিনবার ভোট দিতে পারিনি। তাই জনগণ রাস্তায় নেমে তাদের পতন ঘটিয়েছে।”

পুলিশ প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “আপনারা জনগণের পাশে থাকুন, চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিন। না হলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন:

  • জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন
  • সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসনিম জারা
  • যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ
  • সদস্য সচিব সামান্তা শারমিন
  • মুখ্য মুখপাত্র মোহাম্মদ আতাউল্লাহ
  • ড. মাহমুদা মিতু
  • পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান
  • যুগ্ম সমন্বয়কারী মো. আল আমীন খান
    সহ এনসিপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ এবং জাতীয় যুব শক্তির নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *