
এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয়ের পাশাপাশি নতুন এক ব্যক্তিগত রেকর্ড গড়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। এই ম্যাচে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডের মালিক হয়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানের মতো তারকা ক্রিকেটারদের।
সর্বোচ্চ ছক্কার মালিক এখন লিটন
হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে লিটন ও মাহমুদউল্লাহর ছক্কার সংখ্যা সমান ছিল (৭৭টি)। এই ম্যাচে একটি ছক্কা মেরে ৭৮টি ছক্কা নিয়ে এককভাবে তালিকার শীর্ষে উঠে এসেছেন লিটন। এই রেকর্ড গড়তে তিনি মাহমুদউল্লাহর চেয়ে ২১টি কম ইনিংস খেলেছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিকদের তালিকায় শীর্ষ পাঁচে রয়েছেন:
- লিটন দাস: ৭৮টি ছক্কা
- মাহমুদউল্লাহ: ৭৭টি ছক্কা
- সৌম্য সরকার: ৫৫টি ছক্কা (৮৬ ইনিংস)
- সাকিব আল হাসান: ৫৩টি ছক্কা (১২৭ ইনিংস)
- তামিম ইকবাল: ৪৪টি ছক্কা (৭৪ ইনিংস)
এই ম্যাচে লিটন তার ইনিংসের প্রথম ছক্কা মারেন ৪২ রানে পৌঁছানোর পর। এর আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ছক্কা মারার চেয়ে তিনি স্মার্ট ক্রিকেট খেলতে বেশি আগ্রহী।