
স্কুল পরিচালনা কমিটির সভাপতি হওয়ার জন্য এখন থেকে অনার্স বা ডিগ্রি পাশ করা বাধ্যতামূলক করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এই নতুন নিয়ম জারি করেছে । অন্তর্বর্তীকালীন সরকারকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন সার্জিস আলম ।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, এই পদক্ষেপের কারণে অযোগ্য ও ধান্দাবাজ কিছু ব্যক্তির হাত থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কিছুটা হলেও রক্ষা পাবে।
সার্জিস আলম মনে করেন, শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করতে হলে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া দরকার। তিনি বলেন, “কোনো রাজনৈতিক দলের পদধারী কেউ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে থাকতে পারবে না।” তার মতে, এমন সিদ্ধান্ত নিলে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনেকাংশে রক্ষা করা সম্ভব হবে।