গাজীপুর-ভোগড়া থেকে পূর্বাচল: নতুন ৪-লেন বাইপাস সড়ক উদ্বোধন

গাজীপুর-ভোগড়া থেকে পূর্বাচল: নতুন ৪-লেন বাইপাস সড়ক উদ্বোধন

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ গাজীপুরের ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন। জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়কের ৪-লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় ১৮ কিলোমিটার দীর্ঘ এই সড়ক চালু করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি জানান, সড়কে চলমান অপ্রতুল ব্যবস্থাপনা দূর করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দর থেকে উত্তরবঙ্গগামী ট্রাক ও পণ্যবাহী যানবাহন রাজধানী ঢাকা অতিক্রম না করেই ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগে পৌঁছাতে পারবে। ফলে রাজধানীর যানজট কমবে এবং দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পাবে। এছাড়া যোগাযোগ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত ট্রান্সপোর্ট প্ল্যান গ্রহণ করা হচ্ছে।

ঢাকা-বাইপাস ৪-লেনে উন্নীতকরণ প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, যা Sichuan Road and Bridge Group (SRBG), Shamim Enterprise Limited (SEL) এবং UDC Construction Limited-এর যৌথ উদ্যোগ। ২০১৮ সালের ৬ ডিসেম্বর এ পিপিপি চুক্তি স্বাক্ষরিত হয়। ২৫ বছরের এই চুক্তি ২০৪৭ সালের ১৪ মে পর্যন্ত কার্যকর থাকবে। নির্মাণকাজ ২০২৬ সালের জুনে শেষ হওয়ার আশা করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *