
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন ১১তম আসরে ‘নোয়াখালী রয়্যালস’ নামে একটি নতুন দলের আবেদন করেছে সায়ান্স গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই উদ্যোগের ঘোষণা দেন লন্ডনপ্রবাসী ব্যবসায়ী আহমেদ জামিল, যিনি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন। তিনি বলেন:
“আমরা সম্পূর্ণ প্রস্তুত। বিসিবি যদি আমাদের প্রস্তাবে সাড়া দেয়, তাহলে এটি নোয়াখালীবাসীর জন্য একটি গর্বের বিষয় হবে।”
সায়ান্স গ্লোবালের অফিস লন্ডনে অবস্থিত বলে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রয়োজনীয় সব নথিপত্র ইতোমধ্যেই প্রস্তুত।
উল্লেখ্য, ‘নোয়াখালী বিভাগ’ গঠনের দাবিতে দীর্ঘদিন ধরে সামাজিক আন্দোলন চলছে, আর এই নামেই বিপিএলে দল গঠনের উদ্যোগকে অনেকেই দেখছেন সেই দাবির প্রতীকী সম্প্রসারণ হিসেবে।
বিসিবি এখনও বিপিএল ২০২৫ এর নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করেনি।