
নোয়াখালীতে কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে শহর ও গ্রামীণ এলাকাগুলোতে পানি জমে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে গতকাল থেকে টানা ভারি বর্ষণের কারণে রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে।
জেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, কাঁচা ও পাকা উভয় সড়কেই হাঁটুপানি জমে আছে। বাসাবাড়ি ও হোস্টেলগুলোতেও পানি ঢুকে পড়ায় মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
জেলা আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ধরনের বৃষ্টি আরও কয়েকদিন চলতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
স্থানীয়রা বলছেন, শহরের ড্রেনেজ ব্যবস্থা দীর্ঘদিন ধরে ভেঙে পড়েছে। খাল-নালা ভরাট, অবৈধ স্থাপনা এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে প্রতি বছর বর্ষায় এমন জলাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে।
শুধু শহর নয়, আশপাশের গ্রামগুলোতেও একই অবস্থা। ঘরবাড়ি ও রাস্তাঘাটে পানি উঠে গেছে। এমন পরিস্থিতি দেখে অনেকেই আশঙ্কা করছেন, গেল বছরের মতো এবারও নোয়াখালীতে বড় ধরনের বন্যা দেখা দিতে পারে।