
নোয়াখালী জেলা বিএনপির অধীনে থাকা সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (২৬ মে) দুপুরে জেলা শহর মাইজদীর একটি রেস্তোরাঁয় আয়োজিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় গত ২ ফেব্রুয়ারি রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নোয়াখালী জেলা বিএনপির পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়। এতে মাহবুব আলমগীর আলো আহ্বায়ক এবং হারুনুর রশিদ আজাদ সদস্য সচিব হিসেবে মনোনীত হন।
সোমবারের সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মো. হেলাল এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া প্রমুখ।
জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ জানান, নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে তিন মাসের মধ্যে জেলার ৯টি উপজেলা, ৮টি পৌরসভা, ৮৩টি ইউনিয়ন এবং সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটিগুলো পুনর্গঠন করা হবে। প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ১০০ সদস্য নিয়ে গঠিত কমিটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি এ জেড এম গোলাম হায়দার বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানসহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা।