নিষিদ্ধ সংগঠনের নেত্রী পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটির দায়িত্ব

নিষিদ্ধ সংগঠনের নেত্রী পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটির দায়িত্ব

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হল শাখা কমিটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেত্রীকে গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ আগস্ট) ছাত্রদল ঢাবির ১৮টি হল শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে। শামসুন নাহার হলের কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে নিতু রানী সাহাকে, যিনি পূর্বে একই হল শাখা ছাত্রলীগের উপ-গণযোগাযোগ সম্পাদক ছিলেন।

নিষিদ্ধ সংগঠনের নেত্রী পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটির দায়িত্ব
নিতু রানী সাহা

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র সমালোচনা ও বিতর্ক ছড়িয়ে পড়ে। ফেসবুকে বিভিন্ন ঢাবি শিক্ষার্থী গ্রুপে ব্যাপকভাবে বিষয়টি নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ দেখা গেছে। ঢাবির শিক্ষার্থী শরিফুল ইসলাম মন্তব্য করেছেন, “ছাত্রদল চাইলে ছাত্রলীগ পুনর্বাসনের জন্য একটি আলাদা কমিটি গঠন করতে পারে, যেখানে সব হলের ছাত্রলীগ সদস্যরা স্থান পাবে।”

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “কমিটি গঠনে একই পদে একাধিক যোগ্য কর্মী থাকার কারণে সবাইকে কাঙ্ক্ষিত পদে দেওয়া সম্ভব হয় না। কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আশা করছি সবাই দল ও আদর্শের প্রতি নিষ্ঠাবান থেকে দায়িত্ব পালন করবেন।”

তিনি আরও জানান, কেউ যদি অনৈতিক কার্যক্রমে যুক্ত থাকে কিংবা কমিটি গঠনে তথ্য গোপন করে, তবে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এই বিষয়ে জানতে ছাত্রদলের সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *