নির্বাচন নিয়ে নোংরামি না করার আহ্বান তামিম ইকবালের: ‘আমার লজ্জাই লাগছে’

নির্বাচন নিয়ে নোংরামি না করার আহ্বান তামিম ইকবালের: ‘আমার লজ্জাই লাগছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে নাটকীয়তা চরমে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কাউন্সিলরদের প্রার্থিতার আপত্তির শুনানিতে অংশ নিয়ে সাবেক তারকা ক্রিকেটার তামিম ইকবাল নির্বাচনকে কেন্দ্র করে এমন নোংরামি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম বলেন, “আমি তো ফিয়ারলেসভাবে চেষ্টা করছি। চাপ আমার উপর অনেক আছে। কালকে আমার কাউন্সিলরশিপও বাতিল হয়ে যেতে পারে। কোর্টে রিট হতে পারে, মামলাও হয়ে যেতে পারে। কেন হবে আপনারা খুব ভালো করে বুঝেন।”

নির্বাচনে তার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলায় তামিম তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “আমার নিজেরই লজ্জা লাগছে আজ এখানে এসে ব্যাখ্যা করতে হচ্ছে। আমরা এতটা নিচে নেমে যাচ্ছি শুধু কিছু ইচ্ছে পূরণ করার জন্য।”

তামিম ইগো বা জেতার জন্য এমন নোংরামি না করার অনুরোধ জানিয়ে বলেন, “আমি আবারও বলি সঠিকভাবে নির্বাচন করি, হেরে যাই, কে সভাপতি হোক না হোক আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু শুধু ইগো বা জেতার জন্য এই নোংরামি কইরেন না।” তিনি নিশ্চিত করেন যে, ৫-৬ বছর ধরে তিনি চট্টগ্রামের স্থানীয় শতদল ক্লাব চালাচ্ছেন এবং তিনি কোনোভাবেই ‘অসংগঠক’ নন।

এমন পরিস্থিতি চলতে থাকলে তামিম নির্বাচনে অংশ নেবেন কিনা—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি তো এখন এই জিনিসটা বলতে পারব না। আমার প্রশ্ন হচ্ছে আমাকে নির্বাচন করতে দিবে কী দিবে না। এই জিনিসটাও তো আপনাকে দেখতে হবে।”

সাংবাদিকদের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, “আমি ক্লিয়ার একটা মেসেজ দিব, আমার পক্ষ হয়ে কারও কোনো কথা বলার দরকার নেই। সত্যের পক্ষে কথা বলেন। যেটা সঠিক ওইটা নিয়ে কথা বলেন। আমার পক্ষ নেয়ার দরকার নাই, অন্য কারও পক্ষ নেয়ার কথা নাই।” তিনি বলেন, তার ভুল হলে অবশ্যই তা তুলে ধরতে হবে, আবার তার সঙ্গে কোনো ভুল হলে সেই বিষয়টিও তুলে ধরার দায়িত্ব গণমাধ্যমের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *