গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন

গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন (ইসি) আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০টি আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। আজ সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়। এই নতুন সীমানার ভিত্তিতেই পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, কয়েকটি জেলার আসন বিন্যাসে পরিবর্তন আনা হয়েছে:

মোট ৩০০টি আসনের মধ্যে ২৬১টির সীমানা অপরিবর্তিত রাখা হয়েছে। বাকি ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন আনা হয়েছে।

এর আগে গত ৩০ জুলাই ৩০০ আসনের খসড়া সীমানা প্রকাশ করা হয়েছিল। সে সময় দাবি-আপত্তি জানানোর জন্য ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে মোট ১ হাজার ৮৯৩টি আবেদন ও সুপারিশ জমা পড়েছিল। এর মধ্যে ১ হাজার ১৮৫টি ছিল আপত্তি এবং ৭০৮টি ছিল পরামর্শ।

গত ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এই আপত্তি ও পরামর্শগুলো নিয়ে শুনানি হয়। সব পক্ষ ও বিপক্ষের মতামত শোনার পর আজ এই চূড়ান্ত সীমানা গেজেট আকারে প্রকাশ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *