
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানান, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে নিশ্চিত করতে নির্বাচনের বিষয়টি দেশের সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করতে প্রযুক্তির সহায়তায় একটি অ্যাপ তৈরি করা হবে এবং দ্রুত চালু করা হবে।
তিনি বলেন, “আমাদের ইতিহাসে যত বড় সহিংস ঘটনা ঘটেছে, সেগুলোর পেছনে এক প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। আমরা আর ইতিহাসের কলঙ্কিত অধ্যায় পুনরাবৃত্তি চাই না।” তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, কিছু গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে দেশের ভেতরে ও বাইরে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে অপশক্তি নির্বাচনের আগ পর্যন্ত সংঘাত সৃষ্টির চেষ্টা করতে না পারে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হলেই দেশের গণতন্ত্র শক্তিশালী হবে।”
নির্বাচন সংক্রান্ত পরামর্শ নিতে প্রযুক্তির সাহায্য নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, “আমরা একটি অ্যাপ তৈরির উদ্যোগ নিচ্ছি, যার মাধ্যমে সবাই তাদের পরামর্শ, মতামত, আশঙ্কা ও উদ্যোগ জানাতে পারবে। আমরা তা দ্রুত চালু করব এবং যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
ড. ইউনূস রাজনৈতিক দলগুলোকে তরুণ ও নারীদের ভোটাধিকার এবং অংশগ্রহণ নিশ্চিত করতে আহ্বান জানান। তিনি বলেন, “তরুণ-তরুণীরা বাংলাদেশকে বদলে দিয়েছে এবং বিশ্বেও প্রভাব ফেলেছে। আগামী নির্বাচনে সকলকে নিরাপদে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে এবং প্রত্যেকের পছন্দের প্রতি সম্মান দেখাতে হবে।”