নির্বাচনের আশ্বাসে ৮০ ঘণ্টার অনশন ভাঙলেন তিন শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে রোডম্যাপ প্রকাশ, সাম্য হত্যার বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে টানা প্রায় ৮০ ঘণ্টা অনশনে থাকা তিন শিক্ষার্থী অবশেষে অনশন ভেঙেছেন।

শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান নিজে উপস্থিত থেকে অনশনকারীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।

এর আগে বিকেলে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে উপাচার্য তাদের দাবিগুলো বিবেচনায় নিয়ে ঈদুল আজহার আগেই ডাকসু নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচন কমিশন গঠনের আশ্বাস দেন।

এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে তিন শিক্ষার্থী অনশন ভাঙার সিদ্ধান্ত নেন।

তিনটি দাবিতে আন্দোলনে নামেন তারা—ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, নিহত সাম্য আমিনের বিচার এবং নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করা।

গত ২১ মে দুপুরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা প্রথমে অনশনে বসেন উপাচার্যের বাসভবনের সামনে।

সেদিন সন্ধ্যায় একই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহতাব ইসলাম অনশনে যোগ দেন।

পরে, ২২ মে সন্ধ্যায় স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দিন মোহাম্মদ খালিদও তাদের সঙ্গে অনশনে যুক্ত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *