
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ বা নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা রাখেন না। সম্প্রতি মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামার সঙ্গে সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।
ড. ইউনূস উল্লেখ করেন, ‘গত এক বছরে আমরা অনেক অগ্রগতি করেছি। আগস্টে আমাদের প্রথম বছর পূর্ণ হয়েছে এবং আমরা বেশ কিছু অর্জন করেছি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঐকমত্য কমিশন গঠন, যা ১১টি সংস্কার কমিশনের ভিত্তিতে তৈরি হয়েছে। এ কমিশন এ মাসের শেষের দিকে নির্বাচন সংক্রান্ত সংস্কার প্রতিবেদন প্রকাশ করতে পারে, যা গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার দিকে পথ দেখাবে।’
তিনি আরও বলেন, ঐকমত্য কমিশন রাজনৈতিক স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর থেকে সম্মতি আদায়েরও দায়িত্বে রয়েছে। পাশাপাশি, সংসদ এককক্ষ হবে নাকি দ্বিকক্ষ, তা নিয়ে বিতর্ক থাকলেও রাজনৈতিক সমন্বয় গুরুত্বপূর্ণ।
ড. ইউনূস আশা প্রকাশ করেন, ‘দেশ সঠিক পথে রয়েছে এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত। এবারের নির্বাচন আগের তিনটি মিথ্যা নির্বাচনের তুলনায় অনেক ভালো হবে। অনেক বছর পর জনগণ সত্যিকার ভোট প্রদানে অংশ নিতে পারবে।’
তিনি আরও বলেন, ‘যেসব ভোটার গত বছরগুলোতে ভোট দিতে পারেননি, তাদের জন্য এবারের নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ হবে।’