নাহিদ ইসলাম: নির্বাচন চাই, তবে আগে বিচার সংস্কার চাই

নাহিদ ইসলাম: নির্বাচন চাই, তবে আগে বিচার সংস্কার চাই

মৌলভীবাজার, ২৬ জুলাই
আন্তর্বর্তী সরকারের সময় অনেক স্বপ্ন দেখলেও সেগুলোর সবই আজ নির্বাচনের দাবিতে সীমাবদ্ধ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার দুপুরে মৌলভীবাজার শহরের বেরিরপাড় এলাকায় ‘দেশে গড়তে জুলাই পথযাত্রা’ শেষে এক পথসভায় তিনি বলেন,

“আমরা বলেছিলাম, আমরা নির্বাচন চাই। আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করা শক্তি, আমরা ভোটাধিকারের পক্ষে লড়াই করা শক্তি। কিন্তু বিচার সংস্কার ছাড়া সেই নির্বাচন অর্থহীন হয়ে পড়বে।”

“নতুন সংবিধান দরকার দেশের মানুষের অধিকারের জন্য”

সংবিধান প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন,

“আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন, যেখানে থাকবে বাংলাদেশের মানুষের অধিকার, ইতিহাসের লড়াইয়ের স্বীকৃতি, আর সকল জাতি-ধর্ম-বর্ণের সমান অধিকার।”

তিনি অভিযোগ করেন, ৭২ সালের সংবিধান রক্ষার নামে কিছু রাজনৈতিক গোষ্ঠী এই নতুন সংবিধান চাওয়ার বিপক্ষে অবস্থান নিচ্ছে।


পুলিশ হত্যা ও রাজনৈতিক ষড়যন্ত্র

পুলিশ হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন,

“একটি গোষ্ঠী ডমিনেট করে এর দায় ছাত্র-জনতার ওপর চাপানোর চেষ্টা করছে। আমরা এক দফায় স্পষ্ট করেছি—আমাদের লড়াই এখন শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে।”

তিনি আরও বলেন,

“আমাদের দমনপীড়ন করা হয়েছে, আমরা বাধ্য হয়েছি প্রতিরোধ গড়ে তুলতে। আমাদের লড়াই একটি ফ্যাসিস্ট রাষ্ট্র ও ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে।”


চা শ্রমিকদের ন্যায্য মজুরি নিয়ে ক্ষোভ

চা শ্রমিকদের দুর্দশা নিয়ে নাহিদ ইসলাম বলেন,

“এই মৌলভীবাজারে অসংখ্য চা শ্রমিক রয়েছেন। তারা কয়েকদিন পরপর আন্দোলনে নামেন ন্যায্য মজুরির দাবিতে। শ্রীলঙ্কায় চা শ্রমিক পায় সাড়ে ৫০০ টাকা, ভারতে ৪০০ টাকার ওপরে। অথচ বাংলাদেশে একজন শ্রমিক মাত্র ১৭৯ টাকা পান। এই টাকায় কীভাবে একজন মানুষ দিনযাপন করবে?”

তিনি প্রতিশ্রুতি দেন,

“আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে শ্রমিকরা ন্যায্য মজুরি পাবে, তাদের পরিবার পাবে চিকিৎসা ও স্বাস্থ্যের নিশ্চয়তা। মৌলভীবাজারে চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *