
আগামী জাতীয় সংসদ নির্বাচন এখনও ঘোষিত না হলেও, সম্ভাব্য সময় হিসেবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসকে ধরেই প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। সম্ভাব্য নতুন সরকার গঠনের পর যেন যানবাহন ও বাসস্থানের কোনো জটিলতা তৈরি না হয়, সে লক্ষ্যেই আগাম প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য নতুন যানবাহন কেনার বিষয়ে পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ৭ আগস্ট একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। এতে প্রধান উপদেষ্টার কার্যালয়, অর্থ মন্ত্রণালয়সহ একাধিক দপ্তরের প্রতিনিধি অংশ নেবেন।
অন্যদিকে, রাজধানীতে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের আবাসনের বিষয়েও সক্রিয় হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নতুন বাসা চিহ্নিত করার জন্য মাঠ পর্যায়ে কাজ চালানো হয়েছে এবং গত ২০ জুলাই এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচন সামনে রেখে এটি একটি নিয়মিত প্রশাসনিক উদ্যোগ। লক্ষ্য একটাই—নতুন সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে যেন নির্বিঘ্নে কাজ শুরু করতে পারে।