নীলফামারী সদর টুপামারীইউনিয়নে দাঁড়িপাল্লার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।

মোঃ জামিয়ার রহমান, দেশীবার্তা, জেলা প্রতিনিধী,নীলফামারী।

নীলফামারী সদর টুপামারীইউনিয়নে দাঁড়িপাল্লার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।
নীলফামারী সদর টুপামারীইউনিয়নে দাঁড়িপাল্লার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।

নীলফামারী ২ নং আসনে টুপামারী ইউনিয়নে ৪ নং ওয়ার্ড দুহুলীপাড়া তালতলা প্রাইমারি স্কুল মাঠে দাঁড়িপাল্লার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন, মোঃ রফিকুল ইসলাম,আমির টুপামারী ইউনিয়ন শাখা। প্রধান অতিথি হিসেবে ছিলেন জামায়াত মনোনীত নীলফামারী ২আসনের দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক ফারুক আব্দুল লতিফ, সহকারি সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আমীর জনাব আবু হানিফা শাহ,, বিশেষ অতিথি হামিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারী,উপজেলা শাখা। প্রধান অতিথির বক্তব্যে বলেন আমি যদি আগামীতে নির্বাচিত হই আমার নির্বাচনী এলাকা প্রতিটি ইউনিয়নে রাস্তা ঘাট কালবাট এবং মসজিদ মাদ্রাসা সকল ধরনের কাজে উন্নয়নের ছোঁয়া লাগবে। আরো বলেন আমরা যদি ক্ষমতায় যাই তাহলে প্রত্যেকটি ইউনিয়নে বিনামূল্যের স্বাস্থ্যসেবার চিকিৎসার ব্যবস্থা করব। নীলফামারীকে শিল্প-বাণিজ্যিক এলাকা তৈরি করার জন্য বদ্ধ প্রতিকর। কর্মসংস্থান বৃদ্ধি সহ কৃষকদের মূল্যায়ন সহ,, সকল ধরনের সরকারি প্রতিষ্ঠানসমূহকে আধুনিকরণ রূপান্তরিত পরিকল্পনা করবো। ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *