মোঃ জামিয়ার রহমান , দেশী বার্তা, জেলা প্রতিনিধি, নীলফামারী
২৯অক্টোবর ২০২৫

নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে জেলা গোয়েন্দা পুলিশ । জানা যায় নীলফামারী পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান এর নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার জিডি নং-২৫৩, তারিখ ২৮/১০/২০২৫ খ্রিঃমূলে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সৈয়দপুর থানার সৈয়দপুর পৌরসভাধীন রসুলপুর গ্রামস্থ জনৈক মোঃ মাসুদ রানা সরকার এর ফাঁকা আবাদি জমিতে কতিপয় মাদক ব্যবসায়ী ক্রয়-বিক্রয় করাকালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় আসামী ১। মোঃ ইমরান আলী ওরফে কেড়া ইমরান (৩০) পিতা- মোঃ নুরুল হুদা, সাং- রসুলপুর সৈয়দপুর পৌরসভা, থানা-সৈয়দপুর, জেলা- নীলফামারীকে আটক করতে সক্ষম হয়। বিধি মোতাবেক তাহার দেহ তল্লাশীকালে উক্ত আসামীর নিকট হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ৪০ (চল্লিশ) পিচ উদ্ধার পূর্বক বিধি মোতাবেক বৈদ্যুতিক ও টর্চ লাইটের আলোতে ইং ২৮/১০/২০২৫ খ্রিঃ তারিখ রাত্রি ৯.৩০মিনিট সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে।
আটককৃত/অভিযুক্ত ব্যক্তির নাম : মোঃ ইমরান আলী ওরফে কেড়া ইমরান (৩০) পিতা- মোঃ নুরুল হুদা, সাং- রসুলপুর সৈয়দপুর পৌরসভা, থানা-সৈয়দপুর, জেলা- নীলফামারী।
তার বিরুদ্বে গৃহীত ব্যবস্থা: ১। সৈয়দপুর থানার মামলা নং-২৭, তারিখ- ২৮/১০/২০২৫ খ্রিঃ, জিআর নং-২৩৬/২৫, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ রুজু করা হয়েছে।