
৭৬ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ হঠাৎ করেই ম্যাচের রাশ হারিয়ে ফেলে। মাত্র ১০ মিনিটেই নেপাল সমতা ফেরালে নিশ্চিত জয় অনিশ্চয়তায় পড়ে। তবে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে তৃষ্ণা রানীর গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।
ঢাকার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৩-২ গোলে হারায় নেপালকে। এ জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকার শীর্ষে অবস্থান করছে স্বাগতিক দল।
বাংলাদেশের হয়ে গোল করেন সিনহা জাহান শিখা, মোসাম্মৎ সাগরিকা ও তৃষ্ণা রানী। নেপালের পক্ষে গোল দুটি করেন আনিশা রায় ও মীনা দিউবা।
প্রথমার্ধে সিনহা ও সাগরিকার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে—হাতাহাতির ঘটনায় দুই দলই একজন করে খেলোয়াড় হারায়।
ম্যাচের ৭৫ ও ৮৬ মিনিটে নেপালের দুই গোলের পর সমতা ফিরে আসে। যোগ হওয়া ৭ মিনিটের অতিরিক্ত সময়ের শেষাংশে তৃষ্ণা রানী গোল করে জয় নিশ্চিত করেন।
চার দলের এই রাউন্ড-রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই হবে চ্যাম্পিয়ন। প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে—নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান।
ঘরের মাঠে আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে চলেছে বাংলাদেশের মেয়েরা, লক্ষ্য এবার শিরোপা ধরে রাখা।