দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পার্বত্য উপদেষ্টা ও নেপাল রাষ্ট্রদূতের আলোচনা

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পার্বত্য উপদেষ্টা ও নেপাল রাষ্ট্রদূতের আলোচনা

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের অপার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ত্রিপক্ষীয় সভা, এনার্জি সেক্টরের উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, খাদ্য ও পানি সুরক্ষা সংক্রান্ত বিষয়ে যৌথ উদ্যোগ গ্রহণে গুরুত্ব আরোপ করেন তিনি।

বৈঠকে সাম্প্রতিক উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন উপদেষ্টা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীও দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন এবং বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী পার্বত্য উপদেষ্টাকে ১৮-১৯ আগস্ট ২০২৫ তারিখে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিতব্য ‘HKH Parliamentarians Meet 2025’-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন—পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, উপদেষ্টার একান্ত সচিব ও মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমান, সিনিয়র সহকারী সচিব শুভাশিস চাকমা, নেপাল দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ইয়োজানা বামজান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া উইং-এর সহকারী সচিব তাহসিন বিনতে আনিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *