
নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের পাশাপাশি ক্রীড়া সাংবাদিকদের জরুরি ভিত্তিতে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে মোট ৫৫ জনকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে আনা হয়।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল গত ৩ সেপ্টেম্বর নেপাল জাতীয় দলের সাথে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে সেখানে গিয়েছিল। গত ৯ সেপ্টেম্বর নেপালে রাজনৈতিক সংকট ও সহিংসতা দেখা দিলে ফুটবল দলের সদস্যরা কাঠমান্ডুতে আটকা পড়েন। এমন পরিস্থিতিতে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সশস্ত্র বাহিনী বিভাগকে জরুরিভাবে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য অনুরোধ জানায়।
এই অনুরোধের ভিত্তিতে, বাংলাদেশ বিমান বাহিনী দ্রুত একটি পরিবহন বিমানের মাধ্যমে একটি জরুরি প্রত্যাবাসন অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার সকাল ১১টা ৫৩ মিনিটে বিমানটি ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হয় এবং বিকেল ৪টা ৩৭ মিনিটে ঢাকায় ফিরে আসে।
প্রত্যাবর্তনকারী ৫৫ জনের মধ্যে ৩৮ জন ছিলেন খেলোয়াড়, কোচ ও দলের অন্যান্য কর্মকর্তা। এছাড়া ১৬ জন ক্রীড়া সাংবাদিক এবং একজন ছাত্র সমন্বয়কও ছিলেন।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী জানিয়েছে, দেশ ও জনগণের প্রয়োজনে তারা সরকারের নির্দেশনা অনুযায়ী আত্মনিয়োগ করতে সবসময় প্রস্তুত।