সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ডাক এনসিপির, ঢাকায় অবস্থান কর্মসূচি শাহবাগে

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল, ছাত্রদের দেশব্যাপী অবরোধ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জের ‘জুলাই পদযাত্রায়’ হামলার প্রতিবাদে মশাল মিছিলের ডাক দিয়েছে দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

বুধবার বিকেলে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, আজ রাত ৮টায় রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হবে।

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল, ছাত্রদের দেশব্যাপী অবরোধ

এদিকে NPC দলের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক নির্দেশনায় বলা হয়, এনসিপি ও এর সমর্থক সংগঠনগুলোর সব ইউনিটকে নিজ নিজ অবস্থান থেকে সংগঠিত হয়ে নিজ জেলায় অবরোধ কর্মসূচিতে অংশ নিতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, “যে যার অবস্থান থেকে সংগঠিত হয়ে আপনার জেলায় ব্লকেডে অংশ নিন। ঢাকা মহানগরীর সহযোদ্ধারা শাহবাগে অবস্থান নিন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *