
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী এ ইউ মাসুদ, যিনি আরফান উদ্দিন নামেও পরিচিত, সম্প্রতি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি তার পদত্যাগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন।

মাসুদ জানান, তিনি দীর্ঘদিন ধরে সাতকানিয়ায় দলের কাজ করছেন, কিন্তু সম্প্রতি একটি নতুন কমিটি গঠন করা হয়েছে যেখানে তাকে ছাড়াই এক ব্যক্তি একপাক্ষিক সিদ্ধান্ত নিয়ে কমিটি গঠন করেছেন। এ কাজে তাকে কোনো ধরনের আলোচনা বা পরামর্শের সুযোগ দেওয়া হয়নি। এছাড়া কমিটি গঠনের সময় তাকে জানানোও হয়নি যে তিনি ওই পদে থাকবেন। এসব কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে তিনি দলের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকবেন না বলেও জানিয়েছেন।
অন্যদিকে, এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলা সংগঠক সিফাত হোসাইন বলেন, কমিটি গঠনের পর থেকে মাসুদের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। তার আগে তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। এ কারণে দলের অন্যান্য সদস্যরা তার সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন না। মাসুদ নিজেও অভিযোগগুলোর বিষয়ে পরিষ্কারভাবে কিছু বলতে পারেননি। এজন্যই তিনি পদত্যাগ করেছেন। তবে কমিটি গঠনের প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা অনৈতিক কাজ হয়নি বলে জানান সিফাত হোসাইন।
এ ইউ মাসুদ সাতকানিয়ায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।