এনসিপি-গণঅধিকার একীভূত হচ্ছে না, মতানৈক্যে ভেস্তে গেল আলোচনা

এনসিপি-গণঅধিকার একীভূত হচ্ছে না, মতানৈক্যে ভেস্তে গেল আলোচনা

তরুণদের দুই রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের একীভূত হওয়ার আলোচনা শেষ পর্যন্ত ভেস্তে গেছে। কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সমঝোতা না হওয়ায় দল দুটি একীভূত হওয়ার প্রক্রিয়া থেকে সরে এসেছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ এ বিষয়ে ঘোষণা দেয়নি, তবে শীর্ষ নেতাদের বক্তব্যে স্পষ্ট হয়েছে, একীভূত হওয়ার সম্ভাবনা নেই।

আলোচনার সূত্রপাত ঘটে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর। সেখানে উপস্থিত নেতাদের মধ্যে একাধিক বৈঠক হয়, যেখানে দুই দলের শীর্ষ নেতারা অংশ নেন। শুরুতে আলোচনা ইতিবাচক বার্তা দিলেও দলের নাম, নেতৃত্ব কাঠামো এবং নুরুল হকের সাংগঠনিক অবস্থান নিয়ে মতানৈক্য দেখা দেয়। অন্তত পাঁচজন শীর্ষ নেতা একীভূত প্রক্রিয়ার বিরোধিতা করেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার কোনো পরিকল্পনা নেই। বরং দলটির কিছু নেতা এনসিপিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও বলেন, একীভূত হওয়ার সুযোগ নেই, যারা আসবেন তাদের এনসিপির হয়ে নির্বাচন করতে হবে।

অন্যদিকে গণঅধিকার পরিষদের নেতারাও একীভূত হওয়ার সম্ভাবনা নাকচ করেছেন। দলটির উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান এক ফেসবুক পোস্টে স্পষ্টভাবে জানান, গণঅধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে একীভূত হবে না। আরেক সদস্য আবু হানিফ বলেন, এনসিপির বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে, যা গণঅধিকার পরিষদ গ্রহণ করতে পারে না। তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের পর এনসিপির জনপ্রিয়তা কমেছে, আর গণঅধিকার পরিষদের প্রতি মানুষের আস্থা বেড়েছে।

আবু হানিফ আরও জানান, গণঅধিকার পরিষদের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এখনো কোনো অপকর্মের অভিযোগ নেই। এনসিপির অনেকেই আগে গণঅধিকার পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন এবং ভবিষ্যতে অনেকে আবার ফিরে আসবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *