
আখাউড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আখাউড়া উপজেলা দলীয় কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মোঃ আতাউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিজয়নগর উপজেলা প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম এবং কসবা উপজেলার প্রধান সমন্বয়কারী কাজী মোশাহেদ উল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা এনসিপি সমন্বয়ক কমিটির কার্যনির্বাহী সদস্য এমএ হান্নান।
এছাড়া আখাউড়া ও কসবার সিনিয়র নেতৃবৃন্দ এবং দলের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে দলীয় কর্মকাণ্ড শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।