নায়ক জসিমের ছেলে এ কে রাতুলের আকস্মিক মৃত্যু

নায়ক জসিমের ছেলে এ কে রাতুলের আকস্মিক মৃত্যু

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অ্যাকশন ছবির সূচনা যাঁর হাত ধরে, সেই প্রখ্যাত অভিনেতা ও মুক্তিযোদ্ধা নায়ক জসিম ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ৪৮ বছর বয়সে মারা যান। তার মৃত্যুর খবরে দেশজুড়ে নেমে এসেছিল শোকের ছায়া, এফডিসিতে হাজারো মানুষ ছুটে এসেছিলেন তাকে শেষবার দেখতে।

বছর কুড়ি পর, আবারও সেই পরিবারে নেমে এলো এক হৃদয়বিদারক ঘটনা। জসিমের ছেলে ও জনপ্রিয় রক ব্যান্ড ‘ওইনড’-এর প্রধান ভোকাল এ কে রাতুল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার (২৭ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার একটি জিমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বন্ধু ও ব্যান্ডের সদস্যরা জানান, মৃত্যুর আগে রাতুল একেবারে স্বাভাবিক ছিলেন এবং একদিন আগেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন। তাই তার এভাবে হঠাৎ চলে যাওয়াটা কেউই মেনে নিতে পারছেন না।

রাতুল ছিলেন নায়ক জসিমের তিন ছেলের একজন। যদিও তারা কেউই চলচ্চিত্রে আসেননি, তবে সংগীত জগতে সক্রিয় ছিলেন সকলে। রাহুল ‘ট্রেনরেক’ ও ‘পরাহো’ ব্যান্ডের সঙ্গে যুক্ত, রাতুল ও সামী ছিলেন ‘ওইনড’-এর সদস্য। রাতুল ছিলেন ভোকাল ও বেজিস্ট, সামী ড্রামার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *