
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব সলিমুল্লাহর ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার প্রপৌত্র চিত্রনায়ক নাইম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন, যা কর্তৃপক্ষ অনুষ্ঠান চলাকালীন সময়েই মেনে নেয়।

নাইম এবং নবাব পরিবারের অন্য সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাস্য সংরক্ষণ, নবাবের নামে রিসার্চ কেন্দ্র ও বৃত্তি স্থাপন এবং সলিমুল্লাহ মুসলিম হলের ঐতিহ্য সংরক্ষণসহ নানা দাবি করেন। নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে এবং নবাবের অবদান সামনে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে। সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষও পরিবার ও বিশ্ববিদ্যালয়ের দাবি সমর্থন করেন এবং ভবিষ্যতে আরও গবেষণা ও সংস্কার কাজের কথা জানান।
বিশ্ববিদ্যালয়ে নবাব সলিমুল্লাহর প্রতি সম্মান ও ইতিহাস রক্ষায় নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।