
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দলের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। কিছুদিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে তিনি ওই হাসপাতালে ভর্তি হন।
দীর্ঘদিন ধরে তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কাজেও যুক্ত ছিলেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
দলীয় সূত্রে জানা গেছে, নাসরিন সিদ্দিকীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে রোববার দুপুরে টাঙ্গাইলের পিটিআই স্কুল মসজিদে। এরপর বাদ আসর কালিহাতির ছাতীহাটি এলাকায় নিজ বাসভবনের প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা হবে। পরবর্তীতে তাকে নিজ এলাকায় দাফন করা হবে।