নারী শিক্ষার্থীদের আপত্তিকর মেসেজ, অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

নারী শিক্ষার্থীদের আপত্তিকর মেসেজ, অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

কলেজছাত্রীদের আপত্তিকর মেসেজ পাঠানো ও অবৈধ সম্পর্কে জড়াতে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের বিরুদ্ধে। সম্প্রতি এ সংক্রান্ত বিভিন্ন স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর প্রতিবাদে রোববার (১৪ সেপ্টেম্বর) কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন।

‘ওড়না ছাড়া ছবি’ চাওয়ার অভিযোগ

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, অধ্যক্ষ সামসুল হক প্রায়ই নারী শিক্ষার্থীদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার আবদার করতেন। এসব আবদার এড়িয়ে গেলে তিনি তাদের কলেজের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে বাধা দিতেন এবং টিসি দিয়ে বের করে দেওয়ার হুমকি দিতেন।

শিক্ষার্থীরা আরও বলেন, এর আগে তিনি নওগাঁর বিএমসি মহিলা কলেজের অধ্যক্ষ থাকাকালীনও সেখানকার ছাত্রীদের সঙ্গে ফেসবুকে আপত্তিকর মন্তব্য ও ‘ওড়না ছাড়া’ ছবি চাইতেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু স্ক্রিনশটে দেখা যায়, অধ্যক্ষ সামসুল হক একজন ছাত্রীকে মেসেঞ্জারে লেখেন, ‘আরও সুন্দরী ছবি আছে তোমার… ওড়না ছাড়া।’ জবাবে শিক্ষার্থী ‘মাফ করবেন’ বলে বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও অধ্যক্ষ লেখেন, ‘ওকে, সামনেই দেখবো।’

অন্য একটি স্ক্রিনশটে দেখা যায়, এক ছাত্রীর প্রতি আক্ষেপ করে অধ্যক্ষ লিখেছেন, ‘নতুন বউ সাজে দেখা করলে না?’ ওই ছাত্রী ব্যস্ততার কথা জানালে তিনি বলেন, ‘আমি তোমার বিউটি থেকে বঞ্চিত হলাম।’ পরে তিনি ওই ছাত্রীকে একই সাজে কবে দেখা দেবে, তা জানতে চেয়েছেন।

এ বিষয়ে জানতে অধ্যক্ষ সামসুল হকের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *