সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর, দুটি মামলায় চলবে শুনানি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর দুটি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে একটি মামলায় রিমান্ড শুনানির জন্য ২৫ মে এবং আরেকটি মামলায় জামিন শুনানির জন্য ২৭ মে দিন ধার্য করা হয়েছে।

বুধবার (২১ মে) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে এই জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাউয়ুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিদ্ধিরগঞ্জ থানার তুহিন হত্যা ও নাদিম হত্যাচেষ্টা মামলায় আইভীর জামিন আবেদন করেন তার আইনজীবীরা। তবে আদালত জামিন নামঞ্জুর করেন। অন্যদিকে, পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত আগামী ২৫ মে ভার্চুয়ালি রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, তারা জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানির জন্য আবেদন করেছেন, যার শুনানি হবে ২৭ মে। তিনি বলেন, “একই ধরণের মামলায় অন্য আদালত জামিন দিতে পারলে এখানে না দেওয়ার কোনো বাধা নেই। তবুও আমরা আইনি প্রক্রিয়ার মধ্যেই আছি।”

এর আগে গত ৯ মে ভোরে নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করে জেলা পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। ১২ মে একবার জামিন আবেদন করলে সেটিও নামঞ্জুর হয়। এরপর তাকে তুহিন হত্যা ও দুলাল হোসেন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনায় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এই গ্রেপ্তার এবং জামিন নামঞ্জুরকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *