
নাইক্ষ্যংছড়ি সীমান্তের তুমব্রু এলাকায় আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত প্রায় সোয়া ৯টা থেকে ২টা পর্যন্ত থেমে থেমে বন্দুকের শব্দে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল।
স্থানীয়রা জানান, গোলাগুলির কারণে অনেক দোকানপাট বন্ধ হয়ে যায়। তুমব্রু, হিন্দুপাড়া, বাজারপাড়া ও কোনারপাড়ার মানুষ আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে চলে যান। বিশেষ করে শিশু ও নারীরা ভয়ে বেশ অসুবিধা বোধ করেন।
স্থানীয় ব্যবসায়ীরা ধারণা করছেন, মিয়ানমারের সীমান্তবর্তী তুমব্রু রাইট ক্যাম্পে অবস্থানরত আরকান আর্মি ও আরসা বিদ্রোহী দলের মধ্যে সংঘর্ষ চলেছে। উভয় পক্ষই ভারী অস্ত্র ব্যবহার করছে।
ঘুমধুম ইউনিয়নের সাবেক ওয়ার্ড সদস্য নুর মোহাম্মদ ভুট্টো জানান, গত ১১ আগস্টও সীমান্তে দীর্ঘ সময় গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল। নয়দিন পর একই পরিস্থিতি পুনরায় দেখা দিয়েছে। তবে তিনি কোনো হতাহতের খবর পাননি।
৩৪ বিজিবির অধিনায়ক এসএম খায়রুল আলম জানান, গোলাগুলি বাংলাদেশের ভূখণ্ডে হয়নি। বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন এবং সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন।