নাগরিক কোয়ালিশনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাগরিক কোয়ালিশনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজ বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে নাগরিক কোয়ালিশনের নেতৃবৃন্দের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাগরিক কোয়ালিশনের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন বিখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম, আর ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ।

সভায় নাগরিক কোয়ালিশনের পক্ষ থেকে সাত দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেন জনাব ফাহিম মাসরুর। এতে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠা, সাংবিধানিক নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধীদের অবস্থান, নারীদের সরাসরি নির্বাচন এবং জুলাই সনদের বিষয়গুলো তুলে ধরা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান পিআর পদ্ধতির পক্ষে দলের অবস্থান তুলে ধরেন এবং বলেন, ‘জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য পিআর পদ্ধতিই একমাত্র পথ, তাই আমরা এর পক্ষে লড়াই চালিয়ে যাব।’

মতবিনিময় সভায় নাগরিক কোয়ালিশন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা নারী স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় অধিকার ও নাগরিক অধিকার নিয়ে বহুমাত্রিক আলোচনা করেন।

সভায় নাগরিক কোয়ালিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাহিম মাসরুর, সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, সাইয়ীদ কবীর, তরিকুল ইসলাম অনিক এবং সুবাইল বিন আলম। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে ছিলেন মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতেয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, যুব আন্দোলন সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ, শ্রমিক আন্দোলন সেক্রেটারী জেনারেল কে এম বিল্লান হোসেন এবং ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাসির আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *