ময়মনসিংহে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১ নম্বর গেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত নেতার নাম মো. রাব্বী (২৩)। তিনি ময়মনসিংহ মহানগর ছাত্রদলের ২০ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক এবং কেওয়াটখালী মড়লপাড়া পাওয়ার হাউজ রোড এলাকার বাসিন্দা।
আহত রাব্বীর লিখিত অভিযোগে বলা হয়েছে, তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় মো. ছাব্বির (২৩) নামের এক যুবক হঠাৎ এসে তার সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়ে এবং মাথায় ছুরিকাঘাত করেন।
মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন জানান, রাব্বী স্থানীয় কমিটির গুরুত্বপূর্ণ একজন সদস্য।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি এবং ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।